কতোবছর তোমাকে দেখিনা-মো: মতিয়ার রহমান।

কতোবছর তোমাকে দেখিনা!
তোমাকে দেখার জন্য
কখনো রাস্তায়, কখনো চৌরাস্তায়,
কখনো-বা পার্কে দাঁড়িয়ে থাকি।
যদি জানি তুমি সাতসমুদ্দুরের ওপারে আছ
আমি সাঁতরে পার হবো সাতসমুদ্দুর,
তোমাকে দেখার জন্য।
তুমি কোথায় আছ, এতটুকু জানতে পারলে
আমি জলন্ত আগ্নেয়রিরি
হেঁটে হেঁটে পাড়ি দেবো।
আমার আশা আকাঙ্কা স্বাদ প্রেম স্বপ্ন
সকলি মাথায় ভিড় করে উত্তেজনা বাড়ায়
মুহুর্তে স্মৃতিগুলো বিস্মৃতি হয়ে যায়,
হারিয়ে ফেলে সম্ভ্রমের ভাষা।
লাজ-শরম ভয় পরিহার করে
চিৎকার করে বলবো,
আমি ছুটে এসেছি তোমার জন্য।
পৃথিবীর এক প্রান্তে থাকলেও
একটিবার সাড়া দাও
দেখবে আমি পৌঁছে যাব সেখানে।
কোন কিছুই আমার গতি রোধ করতে পারবে না।
আমি বন-জঙগল-গুহায় তালাশ করি
শিকারির মতো ছুটে চলি তোমাকে দেখার জন্য
সেই কবে দেখেছি তোমায়,
কতোবছর পেরিয়ে গেল দেখা হয় না!
আমার সব শেষ হয়েছে,
শুধু তোমাকে দেখার ইচ্ছেটুকুই শেষ হয়নি।
একটিবার বলো, কোথায় আছ তুমি?
আমি দুরন্ত চিতার মতো উড়ে যাব,
নয়তো মেঘের চিলের মতো উড়ে যাব।
আমার সকল দু:খ ক্লান্তি দীপ্তি
অধ:পতনের সীমা ছাড়িয়ে
ছুটে যাব আমি তোমাকে দেখার জন্য।
তোমাকে দেখার জন্য
আমি মহাশ্মশানের গর্ভাঙ্কে ঢুকবো
তীব্র অগ্নিকুন্ডলী বিচরণ করবো।
শরীর ভস্মে যাবে?
ভয় নাই।
শুধু তোমাকেই দেখতে চাই
কতোবছর তোমাকে দেখি না!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *